দুর্গাপুরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখা’র যাত্রা শুরু

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) :  : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৩, ০৪:৫৭ এএম

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে উকিলপাড়া এলাকায় হোসেন মার্কেটের দোতালায় আইএফআইসি ব্যাংকের উপণ্ডশাখা ’র যাত্রা শুরু  হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপণ্ডশাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

উদ্বোধন পুর্ব আলোচনা সভায় ব্যাংক কর্মকর্তা আবু রায়হান সনি’র সঞ্চালনায়, নেত্রকোনার জেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার কাউসার সুমন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আ.লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, আ.লীগ নেতা আলী আসগর, যুবলীগ সভাপতি আবদুল হান্নান, ভবনের স্বত্তাধীকারি আলহাজ্ব ডাঃ মো. রমজান হোসেন, দুর্গাপুর শাখার অফিসার ইনচার্জ মো. আল মঈনুল হাসান, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW