সরিষাবাড়িতে গাছ রক্ষার দাবীতে মানববন্ধন 

এফএনএস (এ.এস.এম জুলফিকার রহমান; সরিষাবাড়ী, জামালপুর) : : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৩, ০৩:৩২ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে গাছ রক্ষার দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি পশ্চিমপাড়া এলাকায় আয়োজিত মানব বন্ধনে এসব অভিযোগ করেন এলাকাবাসী।  

এলাকাবাসীরা জানান, সুলতান মিয়া নামে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি অর্ধ শতাব্দীর পুরনো একটি তেতুঁলগাছ কেটে নেওয়ার পায়তারা করে আসছেন। অথচ এলাকাবাসী অতি যতেœ সন্তানের মতো করে লালন করেছে ওই গাছটি। দীর্ঘদিন ধরে যেমন ফল ধরছে গাছটিতে তেমনি ফলের চাহিদাও মিটাচ্ছে তাদের। তবুও হীন স্বার্থ চরিতার্থ করতে সুলতান মিয়া ওই গাছটি কেটে নিতে নানা প্রকার ফন্দি আঁটছে।  

মাটিয়াজানি গ্রামের বাসিন্দা সামছুল ইসলাম, খোকা মিয়া, জহুরুল ইসলাম, আবদুল ওয়াহেদ, মোক্তার হোসেন ও ফরহাদ আলীসহ অনেকে জানান, আবদুল খালেকের ছেলে সুলতান মিয়ার ছোট বোন খালেদা আক্তার ওরফে সুরেনা ৭-৮ বছর আগে আমেরিকায় যান। এরপর থেকে সুরেনার বাড়িঘর-ও জমিজমা দেখাশুনার দায়িত্ব পান বড়ভাই সুলতান মিয়া। তখন থেকে রাস্তার পাশে থাকা জমি রক্ষনাবেক্ষনের নামে প্রভাব খাটিয়ে রাস্তা কাটা শুরু করেন সুলতান। এখন সে রাস্তার মাটি কেটে রাস্তার মাঝে থাকা তেতুঁল গাছটিও কেটে নেওয়ার পায়তারা শুরু করেন। গাছটি সরকারি রাস্তায় বেড়ে উঠলেও সুলতান মিয়া তা নিজের বলে দাবি করে।

স্থানীয় সাজু ও রনি মিয়া জানান, গাছটি রক্ষা করতে দুইদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

অভিযোগ অস্বীকার করে সুলতান মিয়া বলেন, তেতুঁল গাছটি তার জমির সীমানায় রয়েছে। গাছের পাতা পড়ে জমির ফসল নষ্ট হয়ে যায়। এ কারণে গাছটি কেটে ফেলা দরকার। কিন্তু এখন গাছটি কাটতে গেলে এলাকাবাসী বাধা প্রদান করছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW