বাগেরহাটে সফল নারী সম্মাননা পেলেন সাংবাদিক সাবেরা ঝর্ণা

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) :  : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৩, ০৬:০২ এএম

বাগেরহাট ফাউন্ডেশন এর সফল নারী সম্মাননা/২৩ পুরস্কার পেলেন বাগেরহাটের শরণখোলার একমাত্র নারী সাংবাদিক সাবেরা ঝর্ণা। সফল নারী সমাজকর্মী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সফল নারীর সম্মাননা অনুষ্ঠানে সফল নারী সমাজকর্মী হিসেবে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ  আজিজুর রহমান সাবেরার হাতে পুরস্কার তুলে দেন।
ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এ প্রতিপাদ্যকে  সামনে রেখে বাগেরহাট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের  সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু লুচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অ্যাডভোকেট শরিফা হেমায়েত, জেলা মহিলা আওয়মীলীগের সভাপতি সীতা রানী দেবনাথ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মাননা প্রাপ্ত সফল নারী সমাজ কর্মী শরণখোলার সাবেরা সুলতানা ঝর্ণা, সফল এ্যাথলেটিকস মেরিনা খানম মেরী, সফল সাংস্কৃতিক কর্মী জোৎস্না দেবনাথ, মংলার সফল উদ্যোক্তা সুমা মন্ডল, মোড়েলগঞ্জের সফল লেখিকা নাজনীন তৌহিদ।
উল্লেখ্য, সাবেরা ঝর্ণা ২০২০-২০২১ অর্থ বছরে মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরীতে শরণখোলা উপজেলা বাগেরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার লাভ করে।  ২০২২ সালে একই দপ্তরের  ব্যবস্থাপনায় খুলনা বিভাগে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার লাভ করে।

সাবেরা ঝর্ণা নারী পুরুষকে নানা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে ভুমিকা রাখছেন। তিনি যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মুলক পরামর্শ দিয়ে যাচ্ছেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW