কেশবপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি-সংবর্ধনা

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৩, ০৩:৩৩ এএম

কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে কর্মী সম্মেলন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য দেন মণিরামপুরের খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মহব্বত আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিন উদ্দীন, কায়েমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জসীম উদ্দীন, নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানসহ পরিষদের ইউপি সদস্যবৃন্দ। রাতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়া সুফলাকাটি ইউনিয়নের ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW