নওগাঁর মান্দায় নাশকতার একটি মামলায় নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি। আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাশকতার একটি মামলায় জামায়াতনেতা ইয়াছিন আলী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় মান্দা থানা পুলিশ বাদি হয়ে মামলা করেন। নাশকতার ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জামায়াতনেতা ইয়াছিন আলী।