নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে সেবা প্রদানকারীদের সাথে অংশগ্রহণমুলক নীতি সংলাপ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে হেকস/ইপারের সহযোগিতায় রিভাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসীদের বিভিন্ন বিষয়ে সমস্যা ও প্রতিকার বিষয়ে সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, উমার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লা, ডাসকো ফাউন্ডেশনের রাসেল হোসেন প্রমুখ।