নওগাঁর মান্দা উপজেলার বড়বেলালদহ উত্তর সততা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১২টার দিকে সমিতির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি শাহিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা। সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ফোরামকর্মী রেনুকা বেগম। সভায় অন্যান্যের মধ্য বক্তব্য দেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম, ইউপি সদস্য মাজেদা বেগম, বেসরকারি সংস্থা সিসিডিবির সিনিয়র কর্মসূচি কর্মকর্তা কাওছার আল মামুন, সিপিআরপি ট্রেইনার হালিমা খানম, টেকনিক্যাল এ- মার্কেটিং কর্মকর্তা কৃষ্ণ কুমার সিংগ প্রমুখ।