ফুলবাড়ীয়ায় বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন গৃহস্থালী পণ্য ফেরি করে বিক্রি

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) :  : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৩, ০৩:১২ এএম

বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন গৃহস্থালী পণ্য ফেরি করে বিক্রি হচ্ছে গ্রামে গ্রামে। হাতের কাছে পণ্য পেয়ে খুব খুশি মহিলা ক্রেতারা। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সরাতিয়া গ্রামের দুলাল মিয়া বাঁশ দিয়ে তৈরি ৮  প্রকারের গৃহস্থালী পণ্য ফুলবাড়ীয়া, মুক্তাগাছা, মধুপুর ও ঘাটাইল উপজেলার গ্রামের বাড়ী বাড়ী ফেরি করে বিক্রি করেন। পণ্য পরিবহনে ব্যবহার করছেন নিজের টাকায় কেনা ভ্যান রিকশা। তিন বছর ধরে বাঁশ দিয়ে তৈরি গৃহস্থালী পণ্য বিক্রি করেই চলছে তার সংসার।

দুলাল মিয়া জানান, একসময় আমি বাঁশ দিয়ে গৃহস্থালী পণ্য চালুন, কুলা, ঢালা, খালই, মাছ ধরার বাইর, ঝাটা, ডুল, খাচাসহ বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করতাম। গৃহস্থালীর নিত্য প্রয়াজনীয় বাঁশ দিয়ে তৈরি পণ্য সামগ্রীর চাহিদা থাকায় ফুলবাড়ীয়া উপজেলার  গ্রামে বাড়ী বাড়ী পণ্য নিয়ে গিয়ে ফেরি ব্যবসা শুরু করেন।

গ্রামে বাঁশের তৈরি গৃহস্থালী পণ্যের চাহিদা থাকায় বাঁশ শিল্পীদের কাছ থেকে পণ্য কিনতে শুরু করেন সে। অটো ভ্যান রিকশায় লোহার রড দিয়ে খাঁচা তৈরি করে তাতে বাঁশপণ্য নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রী করেন। প্রতিদিন সে ১৫/২০ হাজার টাকার বাঁশের বিভিন্ন পণ্য বিক্রি করে থাকেন। তিনি জানান, বোরো ধান কাটার সময় চাহিদা আরও বেড়ে যায় তখন বিক্রি আরও বারে আমার সংসার যেমন চলছে তেমনি বাঁশশিল্পে যারা জড়িত তাদের পণ্যের চাহিদা বাড়ছে। পুটিজানা ইউনিয়নের পালোয়ান মার্কেটের পল্লী চিকিৎসক সোহেল জানান, বাঁশ দিয়ে তৈরি গৃহস্থালী পণ্যগুলো গ্রামে বাড়ী বাড়ী বিক্রি করায় গৃহিনীরা তাদের পছন্দমত গৃহস্থালী পণ্য কিনতে পারেন। আমরাও কিনতে পারছি। কাউয়ানারা গ্রামের জমিলা খাতুন জানান, গ্রামে ফেরি করে বাঁশ দিয়ে তৈরি গৃহস্থালী পণ্য বিক্রি করায় গ্রামের মহিলারা তাদের প্রয়োজনীয় বাঁশপণ্য কিনতে পারছেন।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW