দৌলতখানের মেঘনায় অভিযান, ১২ জেলে আটক 

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৩, ০৩:৫২ এএম

ভোলার দৌলতখানের মেঘনায় অভিযান চালিয়ে ১২ জন জেলেসহ তিনটি মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করেছে প্রশাসন। মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ আইন অমান্য করে অসাধু জেলেরা অবৈধভাবে মাছ ধরায় এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১২ জেলের প্রত্যেককে জরিমানা করেন। আটককৃত ১২ জেলের মধ্যে ১ জনকে ৫ হাজার টাকা ও বাকি ১১ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।  এসময়ে জেলেদের ৩টি ট্রলারে থাকা জব্দকৃত ৫৫  হাজার মিটার জাল জব্দ করে রাখা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাচনায়ীন জানান,  নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মা ইলিশ শিকার করায় উপজেলার মদনপুর এলাকার মেঘনা থেকে ৩টি মাছ শিকারের ট্রলার জালসহ জব্দ করে রাখা হয়। এ ছাড়া আটককৃত ১২ জেলেকে জরিমানা করা হয়। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW