সিংড়ায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) :  : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৩, ০৪:০৬ এএম

নাটোরের সিংড়ায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা কোর্ট মাঠ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী কশিনার (ভূমি) আল ইমরান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ। উল্লেখ্য ৩ দিন ব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় শস্য চিত্রে মানচিত্র ও শহীদ মিনার, খাল খননে কৃষির উন্নয়ন, সবজি নৌকা, কৃষির পুরোনো যন্ত্রপাতির প্রদর্শনসহ কৃষি ও চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণে ২৭টি স্টল দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে বলে কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW