প্রধানমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়নে রুপ দিয়েছে কৃষকরা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৩, ০৪:১৮ এএম

চারিদিকে ভেজাল খাদ্যের ছড়াছড়িতে সরিষা চাষ করে তা থেকে তেল উৎপাদন করে কৃষকরা এবার ইতিহাস সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবেনা তা অনেকটা বাস্তবায়নে রুপ দিয়েছে কৃষকরা। সরিষা চাষ করে যেমন কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবে তেমনি মেটাবে তেলের চাহিদা। কৃষি অফিসারদের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় চট্টগ্রামে সরিষা চাষে হাটহাজারী শীর্ষস্থান অধিকার করেছে এটা অবশ্যই হাটহাজারীবাসীর জন্য গর্বের বিষয়। আগামীতেও কৃষি অফিস কৃষকদের সার্বিক সহযোগিতা করে যাবে। হাটহাজারী উপজেলা কৃষি অফিসের আয়োজনে গত মঙ্গলবার বিকেলে বিভাগীয় কাজে বিশেষ অবদান ও কৃষি উৎপাদনে বিশেষ ভূমিকার জন্য উপণ্ডসহকারী কৃষি অফিসার ও কৃষকদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদারের সভাপতিত্বে  কৃষি সম্প্রসারন অফিসসের উপণ্ড পরিচালক  ( প্রশিক্ষণ) নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার বলেন, বিজ্ঞানার প্রযুক্তি আর কৃষকের ঘাম যদি একত্র হয় তাহলে কৃষিক্ষেত্রে দেশ পাল্টে যাবে। কিন্তু সেই কৃষকদের যথাযত  মূল্যায়ণ করা হয়না। তাদের অবহেলা করে বসার সিট দেয়া হয়না। অথচ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকতে মানুষ যা করে তাই তাদের ঘামের ফসল। সময় এসেছে কৃষকদের তার ন্যায্য সম্মান দেয়ার। কৃষি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপণ্ডসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মাহমুদা আক্তার, অরুপ কুমার বড়ুয়া, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক ন. ম জিয়াউল হক চৌধুরী, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, কৃষক মনছুর শাহ, আশি তোষ দে, প্রকাশ বড়ুয়া।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW