গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ 

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৩, ০৪:০৫ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারকে ৫৪ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ ১জন পরিবারকে ২০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। এছাড়াও ৯টি পরিবারকে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন দেওয়া হয়। গফরগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান ও উপ সহকারী প্রকৌশলী আল আমিন প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW