সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৩, ০৩:৩১ এএম

নোয়াখালীর সেনবাগে কৃষি ধান খেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ মিলন হোসেন (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মিলন হোসেন উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের আব্দুল মতিনের ছেলে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সাড়ে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাজিরখিল গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে নিহত মিলন নিজ বাড়ির পাশে একটি কৃষি ধান খেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেবারহাটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW