চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তবা বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের জন্ম হতো না। টুঙ্গিপাড়ার সেই খোকাই আমাদের বাঙালি জাতির জীবনের আশীর্বাদ হয়ে এসেছিলেন। যিনি জীবদ্দশায় নিজের জন্য না ভেবে সারাটা জীবন এদেশের মানুষের জন্য কাজ করেছেন। জেল জুলুম অত্যাচার এবং পরিবার থেকে বছরের পর বছর দুরে থাকার বেদনা তিনি নিভৃতে সয়ে গেছেন। আর তাই তিনি আমাদের জাতির পিতা। হাজার বছরের ইতিহাসে তিনি শ্রেষ্ঠ। কারণ এরআগেও এদেশে অনেক গুণি লোকের জন্ম হয়েছে। কিন্তু কেউই বাঙালিকে স্বাধীনতার স্বাদ দিতে পারেন নি। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই পেরেছেন এদেশের দু:খি মানুষের মুখে হাসি ফোঁটাতে। তাই আমাদের আগামী প্রজন্মকে এই মহামানবের জীবনচরিত সর্ম্পকে জানতে হবে বুঝতে হবে। যুবলীগ, ছাত্রলীগসহ যারা ভবিষ্যতে আওয়ামীলীগকে নেতৃত্ব দিকে প্রত্যেককে বঙ্গবন্ধু সর্ম্পকে আরো বেশি করে জানতে হবে। কারাগারের রোজনমচা, অসমাপ্ত আত্মজীবনি, আমার দেখা নয়াচীন এসব বই ভালভাবে রপ্ত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ে যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাছ পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জি এম হাছান তাবাচ্চুম, জাহাঙ্গীর পলোয়ান, নজরুল ইসলাম সুমন, আবদুস সাত্তার পাটওয়ারী। আলোচনা শেষে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।