দেলদুয়ার  দক্ষিণ বাজার বণিক সমিতির কমিটি গঠন 

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ০২:১২ এএম

দেলদুয়ার  দক্ষিন  বাজার বণিক সমিতির আহ্বায়ক  কমিটি গঠন করা হয়েছে।  শুক্রবার  বিকালে   দক্ষিণ বাজারে বনিক  সমিতির এক সাধারন সভায়  উপস্থিত সকলের  মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মোঃ  আজাদ মিয়া কে আহ্বায়ক, মো: দুলাল মিয়া কে যুগ্ন আহ্বায়ক,যুগ্ন আহ্বায়ক মো: ইউনুস আলী,  ১নং সদস্য সচিব  শাজাহান মিয়া ও ২নং সদস্য সচিব মো: মো: শহিদুল ইসলাম  খান  সহ ৩৫ সদস্য বিশিষ্ট   আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাধারন সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন  দেলদুযার  সদর ইউনিয়নের চেয়ারম্যন মোঃ মাসুদুজ্জামান খান, বিশিষ্ট  ব্যবসায়ী মো :মাসুম খান, কালাম তালুকদার  সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW