কালীগঞ্জে ফেনসিডিলসহ ইউপি মেম্বার ও তার স্বামী আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ০৫:৫১ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রাম থেকে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সাবেক  মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ রহিমা বেগম (৫০) ও তার স্বামী আবুল কাশেম (৫২) কে ৭৭ বোতল ফেনসিডিলসহ কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম সঙ্গিয় ফোর্স এর সহযোগিতায় আটক করে। ১৭ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে চাপরাইল গ্রামের মৃত শুকুর আলী বিশ্বাসের ছেলে আবুল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে তার মুরগির খামারে মাটির নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে বিশেষ কায়দায় পুঁতে রাখা ৭৭ বোতল ফেনসিডিল  উদ্ধার।  
কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান,আবুল কাশেম ও রহিমা বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গ্রাহক সেজে তার বাড়িতে যেয়ে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে আমরা ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW