সরকার শিক্ষার উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে 

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ০৬:৩৪ এএম

চট্টগ্রামের হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার দেশের শিক্ষার উন্নয়ন নিরলসভাবে কাজ করছে। তার প্রকৃষ্ট প্রমান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ,   শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্হাপন, বছরের প্রথম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া। তাছাড়া মাদ্রাসা শিক্ষাকে সাধারণ শিক্ষার সাথে সংযুক্ত করে সেই শিক্ষাকে সমকক্ষ করার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারী বিভিন্ন দপ্তরে কাজ করার মত উপযোগী করার উদ্যোগ নিয়েছে। কওমি মাদ্রাসায় সনদ পত্র এই সরকারের একটি মহতী উদ্যোগ। তিনি শনিবার হাটহাজারী শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষার গুনগত মান উন্নয়ন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবনিযুক্ত শিক্ষকদের বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বর্তমান সরকারের প্রধান মন্ত্রীকে শিক্ষা বান্ধব প্রধান মন্ত্রী হিসাবে আখ্যায়িত করেন। শিক্ষার মান উন্নয়ন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল গেইট সংলগ্ন এলাকায় একটি কমিউনিটি সেন্টারেরেফার  এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা রমজান আলী চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম। 
শিক্ষক শেলী রানী দে,করবী পাল, মো.জহিরুল ইসলাম, ও সৈয়দ আবদুল মাবুদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকঅধিপ্তর চট্টগ্রামের শিক্ষক প্রশিক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ শামশুদ্দীন শিশির, পিটিআই, রাঙ্গামাটির সুপার এমরানুল ইসলাম মানিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম রিটন কুমার বড়ুয়া, উপজেলা হিসাব রক্ষণ অফিসার, মোহাম্মদ একরাম উদ্দীন,উপজেলা শিক্ষা অফিসার, সাইদা আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ রুহুল আমীন সবুজ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া,  ইউআরসি ইন্সট্রাক্টর, শামসুল আলম ও সাবেক ইনস্ট্রাক্টর রুবেল চন্দ্র দাশ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার যথাক্রমে সামশুল আলম সিরাজী লতিকা রত্মম মান্না তাসলিমা আকতার কাকলী,  কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইউনুছ গণি চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সভাপতি মো.আবুল কাশেম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ রাশেদ, পূর্ব ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল আলম চৌধুরী, লতিফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, ফতেয়াবাদ মহাখালী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মঞ্জুর আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ, জনতা ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপক জুয়েল কান্তি দাশ, সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপক মাদব চন্দ্র দাশ, আলিফ হসপিটালের এমডি মো.নাজিম উদ্দীন।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ রকিবুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার মোঃ আশরাফ উদ্দিন,, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, ডাঃ মোঃ হাফিজুর রহমান প্রধান পৃষ্ঠপোষক, ব্যারিস্টার সানাউল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা।অবসর প্রাপ্ত শিক্ষক লায়ন অশোক কুমার নাথ,
সৈয়দ মো.নুরুল আবচার, বিজয় কুমার দত্ত, সুজন তালুকদার, মো.আরিফুল ইসলাম চৌঃ, শর্মীলি ধর বিজু,মো.সেলিম উদ্দিন, কৃষ্ঞা চৌধুরী, সৈয়দ আবু মিরাজ,রতন কুমার দেওয়ানজী,। পরে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW