গজারিয়ার মাদকসহ দুইজন গ্রেপ্তার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ০৫:২২ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আসামিদের কাছ থেকে মোট ২৫০ পিস ইয়াবা ও ৯'শ গ্রামে গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরো দুই মাদক ব্যবসায় পালিয়ে যায় বলে জানানো হয়।

আটককৃতরা হলেন, ইমামপুর যষ্টিতলা গ্রামের কুখ্যাত মাদক স¤্রাট মামুন ওরফে শুটার মামুনের স্ত্রী মিনু আক্তার (৩৫) ও ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের আবদুল হান্নানের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিব(২৫)।

এ বিষয়ে গজারিয়া থানায় মাদক অধিদপ্তর কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দেন আসামি এবং মাদক গজারিয়া থানায় হস্তান্ত করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন মাদক অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা দিয়েছে আসামি মাদক পুলিশের হেফাজতে রয়েছে আগামীকাল তাদেরকে মুন্সিগঞ্জ জেলা হাজতে পাঠানো হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW