জামির মাগফিরাত কামনায় আশুগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

এফএনএস (মো: আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া) :  : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৯ এএম

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মরহুম রিয়াজ উদ্দিন জামির মাগফিরাত কামনায় আশুগঞ্জ প্রেস ক্লাবে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মার্চ) বাদ যোহর প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে স্থানীয় টোল প্লাজা জামে মসজিদের পেশ ইমাম  মুনাজাত পরিচালনা করেন।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, কার্যকরি পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন ও হুমায়ূন কবির প্রমুখ।
দোয়ার মাহফিলে মরহুম রিয়াজ উদ্দিন জামির মাগফিরাতসহ সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW