নাঙ্গলকোটের মহিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৩, ০৫:৫৮ এএম

কুমিল্লার নাঙ্গলকোটের মাহিনী লতিফিয়া এনামিয়া বালিকা দাখিল মাদ্রাসার আয়োজনে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ মাহফিল, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার দিনব্যাপী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা মীরেরসরাই দরবারের পীর হাফেজ মাওলানা শাহ মেছবাহুল ইসলাম লতিফী। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফী।
মাদ্রাসা সহ-সুপার মাওলানা শাহ জালাল ও সহকারী শিক্ষক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মেম্বার ইসহাক হাজারী, মন্তলী রহমানিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম মজুমদার। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ও মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW