হোসেনপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) :  : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৩, ০৬:৩৯ এএম

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মো. সাদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার জামাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার জামাইল গ্রামের মো. মুরাদ মিয়ার ছেলে এবং স্থানীয় ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল সাদ। এ সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW