কেশবপুরে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৩, ০৫:৫৬ এএম

কেশবপুর থানা পুলিশ বুধবার বিকেলে জিল্লুর রহমান নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে। তিনি উপজেলার কাটাখালি বাজারে চা বিক্রি করতেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার আড়ুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে চা বিক্রেতা জিল্লুর রহমান (২৩) মঙ্গলবার সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাইনা। বুধবার বিকেলে আড়ুয়া গ্রামের একটি বাঁশবাগানের ডোবায় এলাকাবাসী তার মরদেহ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার এসআই লিখন কুমার সরকার বলেন, আড়ুয়া গ্রামের বাঁশবাগানের ডোবা থেকে জিল্লুর রহমান নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW