বাঘায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :  : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৩, ০৩:২৪ এএম

রাজশাহীর বাঘায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভ ভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
রোববার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, গ্রেফতারকৃতরা হলেন-আলাইপুর মহাজনপাড়া গ্রামের মাহাতাব আলী, জামরুল ইসলাম, আস্তার আলী, হরিরামপুর গ্রামের দুলু হোসেন, জুয়েল বিশ্বাস, কিশোরপুর বটতলার মোড় এলাকার আবু সাঈদ শিমুল, পাকুড়িয়া গ্রামের লাল চাঁন, ঢাকা চন্দ্রগাতী গ্রামের রশিদুল ইসলাম।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃতদের নাম ওয়ারেন্টভুক্ত হয়েছিল। গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW