কলমাকান্দায় গেছো বিড়ালকে মেডিকেল চিকিৎসা 

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :  : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৩, ০৬:৫২ এএম

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গৃহ পালিত গেছো বিড়ালকে মেডিকেল চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টায় কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজারের মহুয়া হাসান নামে এক কিশোরী (১৭) প্রাণী সম্পদ হাসপাতালে তার অসুস্থ গেছো বিড়ালকে মেডিকেল চিকিৎসার জন্য নিয়ে আসার দৃশ্য চোখে পড়ে। কাছে গেলে কিশোরী মহুয়া হাসান জানায়, তার গৃহপালিত গেছো বিড়ালটি কয়েকদিন ধরে খাবারে অনীহা ও তার শরীরে চুলকানি দেখা দিয়েছে যার ফলে তার পরম যত্নে লালন কারা গেছো বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে আসছে চিকিৎসার জন্য। চিকিৎসার শেষে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ভেটোরিনারি সার্জন ডা. মো: আনোয়ার পারভেজ জানান, আমি চিকিৎসা করে ঔষধ লিখে দিয়েছি, বাসায় নিয়ে ভালো করে সেবন করুন সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW