বিদ্যুৎতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কিশোরের মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩, ০৬:৩৪ এএম : | আপডেট: ২৯ মার্চ, ২০২৩, ০৬:৩৪ এএম

চাঁদপুর সদর উপজেলার একটি বিলে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎতের ছেড়া তারে জড়িয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। ২৯ মার্চ বুধবার বেলা ১১টায় উপজেলার ১০নং লক্ষ্মীপুর  ইউনিয়নের পশ্চিম রামদাসদী গ্রামের হাফেজ খান বাড়ির  সংলগ্ন কৈয়ার বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলো মিনাজ খান(১৪) পিতা জাহাঙ্গীর খান ও তানিম মিজি(১৫),পিতা আক্তার মিজি। তাদের বাড়ি দোকানঘর লালুর দোকান এলাকায়। মিনাজ ৬ষ্ঠ শ্রেণিতে বহরিয়া স্কুলে ও তানিম মিজি ৭ম শ্রেণিতে,লক্ষ্মীপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার ছাত্র বলে জানা যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক মাঝি বলেন,এলাকার ছেলেরা মিলে ফুটবল খেলছিল। এ সময় ঝড়-বৃষ্টিও হয়। বিলের মধ্যে বিদ্যুৎতের তার ছিড়ে পড়ে আছে ছেলেরা দেখতে পায়নি। খেলার সময়  মাটিতে পড়ে থাকা বিদ্যুৎতের ছেঁড়া তারে জড়িয়ে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়।তাদেরকে দ্রুত চাঁদপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানিয় বাসিন্দা চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি টুটন মজুমদার  বলেন, এই বিলের মধ্যে স্থানীয় শিশু-কিশোররা সবসময়ই খেলাধুলা করে। সকালবেলায় ঝড় বৃষ্টিতে গাছ পড়ে বিদ্যুতের লাইনের তার মাটির ওপরে পড়েছিলো। সেই তারে জড়িয়ে এলাকার দুটি ছেলে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মৃত্যুর ঘটনা খুবই  মর্মান্তিক। আমাদের ইউনিয়নের পশ্চিম রামদাসদীসহ অনেক এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি না থাকায় অনেক দূর থেকে গ্রাহকরা বাসাবাড়ির লাইন নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে। বিষয়টি চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নজর দেওয়া উচিত। এদিকে, চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ জানান,বিদ্যুৎস্পৃষ্টে দুটি বালকের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ায় এদিন বিকাল বেলায় আমরা স্বজনদের কাছে মৃতদেহ দুটি হস্তান্তর করেছি।এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW