রংপুরে বাড়িতে হামলা চালিয়ে ১০ জনকে কুপিয়ে আহত 

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :  : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩, ০৬:৪৩ এএম

রংপুর মহানগীর পীরজাবাদ সরকারপাড়া মহল্লায় পুর্ব শত্রুতার জের ধরে সহায় সম্বলহীন এক পরিবারের জমি জোর করে দখল করার চেষ্টা ব্যার্থ হয়ে অস্ত্র সস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে নারী পুরুষ সহ ১০ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ঘটনায় ১৭জনের নামে রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানায় মামলা দায়ের। 
পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় রংপুর মহানগরীর পীরজাবাদ সরকারপাড়া গ্রামের মোস্তফা মোনায়েম মানিক ও মুসার নিজেদের জমি এলাকার প্রভাবশালী মজ্ঞুরুল ইসলামের নেতৃত্বে তার সহযোগীরা জোর করে দখল করার চেষ্টা করে আসছিলো। ইতঃপূর্বে বেশ কয়েক বার জমি দখল করার চেষ্টা করে ব্যার্থ হয়। এরই জের ধরে ২৬ মার্চ্চ মজ্ঞুরুল ইসলাম, রবিউল ইসলাম, মোক্তাদুল ইসলাম, মমিনুল ইসলাম, মামুন মিয়া, সহ ২০/২৫ জনের একটি দল ছোঁড়া বল্লাম রামদা লাঠি দিয়ে মোনায়েম  মানিক ও মুসার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে এলাপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করে। এতে ৩ নারী সহ ১০ জন আহত হয়। 
এ ঘটনায় ৪ জন আশংকবাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এদের মধ্যে মোনায়েম হক মিঠু, ফেরদৌস আলম মানিক, রওশে আলম ও আবু মুসার অবস্থা আশংকাজনক। তারা সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৫ নম্বর সার্জিকাল ওয়ার্ডে চিকিৎসাধিন আছে। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা, মোস্তাকিম হাসান জানান ৪ জনের মাথায় গুরতর জখম রয়েছে। মাথায় আঘাত সব সময় গুরতর ফলে সুস্থ হতে অনেক সময় লাগতে পারে। এ ছাড়া তাদের অবস্থারও অবনতি হতে পারে বলে জানান। 
এ ব্যাপারে গুরতর আহত মোনায়েম মানিকের ছোট বোন ফাতেমা বেগম জানান তিনি নিজেই বাদী হয়ে ১৭জন আসামীর নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ৪১ তারিখ ২৮.০৩.২৩। তিনি জানান আসামিরা অত্যান্ত প্রভাবশালী ত্রাা জোর করে জমি দখল করে চান ওরা ভুমি দদ্যু। তারা অস Í্র আর পেশিশক্তির জোরে আমাদের উপর হামলা চালিয়ে পরিবারের সকলকেই কুপিয়ে আহত করেছে। হামলার দৃম্যের ভিডিও ফুটেজ থানায় দেয়া হয়েছে। এখন আসামিরা প্রাননাশের হুমকি প্রদান করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো পরিবার। অপরদিকে অভিযুক্ত মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন তাদের উপর হামলা করা হয়েছে তারাও মামলা করেছেন। তাদের আহত করা হয়েছে বলে উল্লেখ করলেও কোন হাসপাতালে ভর্তি আছেন তা জানাতে পারেননি তিনি। 
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটান কোতোয়ালি থানার ওসি তদন্ত হোসেন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মামলা হয়েছে আসামীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW