সুজানগরে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

এফএনএস (সুজানগর, পাবনা) :  : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৩, ০২:৪৯ এএম

পাবনার সুজানগর থানা পুলিশ ৭জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় জুয়াড়িদের কাছ থেকে ৫হাজার ১‘শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাটখালী গ্রামের একটি জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো ওই গ্রামের ঝন্টু শেখ (২৫), সেলিম মোল্লা (২৬), হাফিজ কাজী (২৪), ইকরাম কাজী (২৮), আবদুস সালাম (২৬), মিঠু শেখ (২২) ও সজিব কাজী (২৫)। 

থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটখালী গ্রামের ঝন্টু শেখের বাড়ির একটি আস্তানায় ওই ৭জুয়াড়ি তাস দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কামালপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় জুয়া আইনের ৪ধারায় একটি মামলা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW