চলতি মৌসুমের প্রথম চা নিলাম চট্টগ্রামে ১৭ এপ্রিল, শ্রীমঙ্গলে ২৬ এপ্রিল

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৩, ০২:৫৫ এএম

আগামী ১৭ এপ্রিল  হতে শুরু হতে যাচ্ছে ২০২৩-২০২৪ অর্থবছরের চা নিলাম। ওইদিন চট্টগ্রাম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের মাধ্যমে ২০২৩-২৪ নিলাম বছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ চা বোর্ড সুত্র জানায়, দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। 

সুত্র জানায়, এবার দেশে মোট ৬৯টি  চা নিলাম অনুষ্ঠিত হবে। এরমধ্যে চট্টগ্রাম আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ৪৬টি এবং দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে চা নিলাম অনু্ষ্িঠত হবে ২৩টি। 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক রামভজন কৈরি জানান,  ১৯৪৯ সালের ১৬ জুলাই চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে প্রথম চায়ের নিলাম অনুষ্ঠিত হয়। অপরদিকে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র  শ্রীমঙ্গলে প্রথম চায়ের নিলাম অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১৪ মে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW