হবিগঞ্জের মাধবপুরে অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও প্রকল্প গ্রামে ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়েছে। বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শুক্রবার সকালে সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা কেন্দ্রের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান’র সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক ,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, মোজাহিদ বিন ইসলাম, বেনু মাধব রায়, শ্রীধাম দাশ গুপ্ত, মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ। উপজেলা প্রকল্প গ্রামের ৬০জন উপকারভোগীর মাঝে ২৩ লাখ ১৮ হাজার টাকার ক্ষুদ্র ঋণ ও ৩০জন অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।