কচাকাটায় ন্যাশনাল সার্ভিস স্থায়ী করণের দাবীতে আলোচনা 

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) :  : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৩, ০৩:৫৩ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস স্থায়ী করণের দাবীতে কচাকাটার সকল ন্যাশনাল কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ কচাকাটা শাখার আয়োজনে ৩০ মার্চ দুপুরে উপজেলার কচাকাটা কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান মন্ত্রীর সাক্ষাৎ ও ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের উপর বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নেতা কর্মীরা। সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা, নাগেশ্বরী উপজেলা সভাপতি আতাউর রহমান রাজু ও কচাকাটা থানা সভাপতি রফিক সরকার প্রমূখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW