সারিয়াকান্দিতে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৩, ০৩:০৩ এএম

বগুড়া সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। তাদের মধ্যে শুক্রবার দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের টিওরপাড়া এলাকা থেকে সোনাতলা শিহিপুর সরকার পাড়া গ্রামের মৃত আবদুল হাকিম মন্ডলের ছেলে রাসেল মাহমুদ (৪২) কে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চালুয়াবাড়ী ইউনিয়নের উত্তর হাটবাড়ী চর গ্রাম থেকে হাটবাড়ী গ্রামের কাঙ্গাল শেখের ছেলে এনামুল হক (৩৫) এবং সিরাজুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আশরাফুল আলম।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামীদের বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW