কিশোরগঞ্জে অটিজম সচেতনতা দিবস পালিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :  : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৩, ০৩:০৩ এএম

কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৩ পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। রোববার  সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক হোসাইন,সিভিল সার্জন ডা: মো. সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

অন্যদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মহসীন খান, শহর সমন্বয় পরিষদের সভাপতি হুমায়ুন কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহ, শাহনাজ পারভীন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সদর উপজেলার সমাজসেবা অফিসার আল আমিন প্রমুখ বক্তৃতা করেন।

এ সময় জেলা প্রশাসন ও সমাজসেবা নিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, অটিজম স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW