সরাইলে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৩, ০৪:৫৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫ কেজি গাঁজাসহ  মিজান মিয়া (৩০) ও আনু মিয়া (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত শনিবার সন্ধ্যায় সরাইল সদরের হাসপাতাল মোড় মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানকালে পুলিশের জালে ধরা পড়ে যায় মাদক কারবারিরা। পুলিশ জানায়, হাসপাতাল মোড় এলাকায় এস আই শাহীন পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করছিলেন একদল পুলিশ। ওই দুইজনকে বহনকারী মোটরসাইকেলটি আটক করে পুলিশ। বাইকের কাগজপত্র দেখতে তাদের সাথে থাকা ব্যাগে মিলে গাঁজার প্যাকেট। বিষয়টি কেঁচু খুঁজতে সাপ বেরিয়ে আসার মত অবস্থা। পরে পুলিশ ওই দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেন। মিজান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার ছেলে। আর আনু একই উপজেলার বেঙ্গাডোবা গ্রামের অহিদুল্লার ছেলে।  তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন বিচারিক হাকিম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW