বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপের উদ্যোগে মাধবপুর উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে প্রতি বৎসরের ন্যায় এ বছরও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাঘাসুরা ও চৌহমুনী ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেন সায়হাম গ্রুপের পরিচালক আলহাজ্ব সৈয়দ মোঃ সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সমাজসেবক আবদুস শহিদ, মোঃ মারুফ মিয়া, আবদাল মিয়া, ফজলুর রহমান, ফরিদুর রহমান, সায়হাম গ্রুপের প্রকৌশলী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা, সিনিয়র ম্যানেজার (অর্থ) ইরশাদ চৌধুরী, সিনিয়র ম্যানেজার বিশ্বজিত দেবনাথ, নজরুল গাজী, এনামুল হক এ্যানি, মোঃ সায়েল, হামিদুর রহমান রাজু প্রমুখ।
মানিকপুর গ্রামের রমজান মিয়া বলেন-দ্রব্য মূল্যের এমন পরিস্থিতিতে ইফতার ও সেহরী নিয়ে চিন্তায় ছিলাম সায়হামের ইফতার সামগ্রী পেয়ে দুশ্চিন্তা কিছুটা খেটে গেছে। শিবপুর গ্রামের মনচাঁন বেগম বলেন পরিবারের উপার্জনের তেমন কেউ নেই। ইফতার তো দুরে থাক সেহরী খাওয়াই কষ্ট হয়ে যায়। নোয়াপাড়া বাড়ীর সাহেবদের খাদ্য সহায়তা পেয়ে তিনি খুশী। পৌর এলাকার জরিনা বেগম জানান স্বামী নেই। ছোট বাচ্চাদের নিয়ে কষ্টে দিন কাটে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ আগের মতো সহযোগিতা করতে চায় না। ইফতার সামগ্রী পেয়ে আমি খুশী। দোয়া করি আল্লাহ ফয়সল সবাসহ তার পরিবারের সবাইকে নেক হায়াত দান করেন।
সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন-এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। ছাত্রজীবন থেকে স্বপ্ন দেখতাম এলাকার মানুষের জন্য কিছু করার। মহান রাব্বুল আলামিন আমার সে স্বপ্ন পূরন করেছেন। এলাকায় শিল্প প্রতিষ্টান গড়ে তুলে হাজার হাজার মানুষের কর্মস্থান সৃষ্টি করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্টা করে শিক্ষার বিস্তার ঘটিয়েছি। রাস্তা-ঘাটের উন্নয়ন করে মানুষের জীবন-যাত্রার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। প্রতি বছর সাধ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র্র মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণসহ নানাবিধ সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মৃত্যুর পূর্ব মূর্হুত পর্যন্ত এধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার একাংশের প্রায় ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৭ কেজি চাউল, ছানাবুট ১ কেজি, ডাইল ১ কেজি, তেল ১লিটার, লবন ১ কেজি, চিনি আধা কেজি, সেমাই ১ প্যাকেট।