হবিগঞ্জের মাধবপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি এ চেক বিতরণ করেন।
উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, যুবলীগের সভাপতি ফারুক পাঠান প্রমুখ। সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৫ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়।