হবিগঞ্জের মাবপুর উপজেলার জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরী আল মোতাব্বি অপহরণের মূলহোতা, কুখ্যাত দাদন ব্যবসায়ী উজ্জ্বল পাঠান কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় থানার এস.আই রাজিব রায়’র নেতৃত্বে একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করে। এখন ও ভিকটিম উদ্বার হয়নি।
থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান গত ৬ এপ্রিল রাতে উপজেলার ঘিলাতলী গ্রামের জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরি আল মোতাব্বিরকে মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে কুখ্যাত দাদন ব্যবসায়ী উজ্জ্বল পাঠানসহ তার সহযোগিরা অপহরণ করে একটি নম্বর বিহীন সি.এন.জি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় আল মোতাব্বিরের বোন নাজিফা বেগম বাদী হয়ে উজ্জ্বল পাঠানকে প্রধান আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর থেকেই ঘটনার মূলহোতা দূর্ধষ উজ্জ্বল পাঠানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে। অবশেষে মূলহোতা উজ্জ্বল পাঠান কে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে উদ্বার ও অন্য আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান। উল্লেখ্য যে উজ্জ্বল পাঠান দীর্ঘদিন ধরে একটি বাহিনী তৈরী করে দাদন ব্যবসা পরিচালনা করে আসছে। তার খপ্পরে পড়ে অনেক সাধারন মানুষ ভিটে ছাড়া হয়েছে। দাদনের সুদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলেই নেমে আসে মধ্যযুগীয় কায়দায় অত্যাচার। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও সাধারন ডায়েরী থাকলেও এতোদিন ছিল ধরা-ছোয়ার বাহিরে। তার গ্রেপ্তারের খবরে এলাকার সাধারন মানুষ স্বস্তির নিঃশ^াস ফেলেছে।