উলামা পরিষদের উদ্যোগে চাটমোহরে ঈদ সামগ্রী বিতরণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :  : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৩, ০২:৪৮ এএম

পাবনার চাটমোহরে উলামা পরিষদের উদ্যোগে দুস্থ্য মানুষদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে চাটমোহরের মাদ্রাসায়ে আবু হুরায়রা (রা:) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানায় এই খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়। এ সময় উলামা পরিষদ চাটমোহর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ নুরুজ্জামান,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আলতাফ হুসাইন,সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মোঃ আরশাদ আলী,সহ-সভাপতি মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন, মাওলানা মোঃ আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উলামা পরিষদ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের দরিদ্র দুস্থ্য মানুষদের মাঝে এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW