ঈদগাঁওতে সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে সোমবার বস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ব্যাংক অভ্যন্তরে বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য হাফেজ জিয়াউল হক ও ঈদগাহ মেডিকেল সেন্টারের ডাক্তার জাহিদুর রহমান। এ সময় ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ মইনুল আরেফিন, অপারেশন ম্যানেজার মোঃ মামুন রাজীব সহ শাখার অন্য কর্মকর্তা ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপক জানান, বৃহত্তর ঈদগাঁওর উপকারীদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়। এর আগে অত্র শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছিল। মইনুল আরেফিন বলেন, দরদী সমাজ গঠনে সমবেত অংশগ্রহণ ব্রত নিয়ে ১৯৯৫ সালে ব্যাংকটি যাত্রা শুরু করে। বর্তমানে দেশব্যাপী ব্যাংকের ১৭৯ টি শাখা ও ১৮৯টি উপশাখা ও এজেন্ট আউটলেট রয়েছে। যার মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে। অপারেশন ম্যানেজার জানান, চমৎকার সাজ- সজ্জা, আধুনিক প্রযুক্তি, একদল দক্ষ, আন্তরিক ও সেবা প্রদানে উন্মুখ কর্মী নিয়ে ২১ নভেম্বর ২০১৯ ইংরেজি ঈদগাঁও শাখাটি যাত্রা শুরু করে। এরপর থেকে নানা পরিষেবার মাধ্যমে ব্যাংকটি আর্থিক বিভিন্ন সেবা প্রদান করে আসছে।