চাটমোহরের তুচ্ছ ঘটনায় দু’দফা সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :  : | প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৩, ০২:৫১ এএম

পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের জগতলা কাজীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দু’দফা সংঘর্ষে মহিলাসহ ৭জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছে।  এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।  ঘটনাটি ঘটেছে ঈদের পরের দিন রোববার  ও গত সোমবার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ২ জনের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী ও পাবনা স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন,জগতলা কাজীপাড়ার মসজিদের মুয়াজ্জিন নাজিম উদ্দিন মুন্সি (৬০),রফিকুল ইসলাম (৩২),আয়শা বেগম (৫৫),রজব আলী (৫৮),তোফাজ্জল হোসেন তফে (৬০),সোহরাব আলী (৫৮) ও আকবর আলী (৬৫)। 
এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মোঃ নাজিম উদ্দিন মুন্সি,মোঃ সাইদুল ইসলাম ও জহির উদ্দিনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,ঈদের দিন জগতলা কাজীপাড়া জামে মসজিদ পানি দিয়ে পরিস্কার করে আঃ মজিদ গং। মসজিদের মুয়াজ্জিন আযান দিতে গেলে তাকে পানির শুকানো পর্যন্ত অপেক্ষ করতে বলা হয়। এ সময় মুয়াজ্জিন আযান দেওয়ার প্রস্তুতি নিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এলাকার লোকজনের মধ্যস্থতায় বিষয়টি নিরসন হয়। এ ঘটনার জের ধরে ঈদের পরের দিন ও গত সোমবার উভয় পক্ষের মধ্যে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ অন্যরা আহত হন। এ বিষয়ে উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছে। 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান,উভয় পক্ষ মামলা করেছে। এতে উভয় পক্ষের ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।    

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW