মুন্সীগঞ্জের গজারিয়ায় দিনে দুপুরে মো. আল-আমিন নামে এক শ্রমিকের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুর নামক এলাকায় এ মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনাতাইকারির কবলে পড়া আল-আমিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর এলাকার মৃত আলী হোসেন এর ছেলে। সে ভিটিকান্দি এলাকায় গড়ে উঠা সুপার স্টার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।
জানাগেছে, শনিবার দুপুর দেড়টার দিকে আল
আল-আমিন আলীপুর তার ভাড়া বাসা থেকে বের হয়ে মহাসড়ক দিয়ে হেটে ভিটিকান্দি তার কর্মস্থলের দিকে যাচ্চিছিলেন। এমন সময় মোটরসাইকেলে তিন অজ্ঞাত যুবক তাকে গতিরোধ করে নগদ তিনশত টাকা ও মোবাইল ফোন হাত থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায়।
মোবাইল ছিনতাইয় হয়েছে বলে আল-আমিন
চিৎকার দিলে স্থানীয় লোকজন সেখানে ছুটে গিয়ে কারো দেখা না পেলে কান্নায় ভেঙ্গে পড়েন আল-আমিন। পরে স্থানীয়দের পরামর্শে তাকে গজারিয়া থানায় পাঠানো হলে একটি অভিযোগ করেছেন আল-আমিন।
ভুক্তভোগী আল-আমিন জানান,এবিষয়ে বিকালে গজারিয়া থানায় একটি অভিযোগ করেছি। আমার মোবাইলে একটি সিম কার্ড রয়েছে। সেটিও এখন বন্ধ পাওয়া যাচ্ছে।
গজারিয়ায় প্রকাশ্যে দিনের বেলায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা আইনশৃংখলা সম্পর্কে নানা প্রশ্ন তুলছেন পথচারীরা। স্থানীয়রা জানায় উপজেলার বিভিন্ন এলাকায় এখন মাদক সেবিদের দৌরাত্ব বেড়েছে। কিশোর অপরাধ প্রবণতাও অনেক। তবে প্রশাসনিক তৎপরতা ও অপরাধীদের দ্রুত সনাত্বের দাবী জানিয়েছেন তারা।
এবিষয়ে গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই নুরুল হুদা জানায়, ভুক্তভোগী অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।