দেলদুয়ারে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : : | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৩, ০৩:৪৮ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী (৫০) নামের ধান কাটা শ্রমিক মারা গেছেন। রোবাবার উপজেলার সদর ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মনসুফ আলীর ছেলে। তাৎক্ষনিক ভাবে তার গ্রামের নাম জানা যায় নি। তবে তিনি নেত্রকোনা জেলায় শশুর বাড়িতে স্থায়ী ভাবে বসবাস করতেন। সকালে ধান কেটে নিয়ে আসার সময় বিদ্যুতের খুটিতে টানা দেয়া তারে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, নিহত সৈয়দ আলীর পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW