শরণখোলায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় প্রস্তুতি সভা 

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :  : | প্রকাশ: ১১ মে, ২০২৩, ০৪:১৪ এএম

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপকূলীয় উপজেলা শরণখোলার প্রস্তুতি সভা করা হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১১ টায় ইউএনও মো: নুর-ই আলম সিদ্দীকির সভাপতিত্বে তার দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপি কর্মী, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। ইউএনও বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদ অর্থ, চাল, শুকনো খাবারসহ ৯১ টি আশ্রয় কেন্দ্রসহ প্সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হয়েছে। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW