শরণখোলায় আগুনে পুড়ে বসতবাড়ী ছাই

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : : | প্রকাশ: ১১ মে, ২০২৩, ০৪:১৫ এএম

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ মে) গভীর রাতে উপজেলার সোনাতলা গ্রামে সুন্দরবন সংলগ্ন তজুমিয়ার গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ কবাগজপত্র সহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের তজুমিয়ার গেট এলাকার বাসিন্দা হাসেম ঘরামির পুত্র ইজি বাইক চালক ইউনুস ঘরামি গত ১০ মে পরিবার-পরিজন সহ উপজেলার রসুলপুর গ্রামে শশুর আমির হোসেন বাড়িতে বেড়াতে যায়। ১১ মে রাত অনুমান ১টার দিকে হঠাৎ তার বসতঘরে দাউ দাউ করে আগুন জ¦লতে থাকে। প্রতিবেশিরা দেখতে পেয়ে প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। বাড়িতে পরিবারের কেউ না থাকায় ঘরের মূল্যবান জমির দলিল, ভিজিডি কার্ড, ব্যাংকের চেক, সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। রাত গভীর হওয়ায় ওই এলাকা থেকে ফায়ার সার্ভিস কে খবর দিতে দেরি হওয়ায় তারা পৌছানোর আগেই ঘরের অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে।  

ফারার সার্ভিসের শরণখোলা স্টেশনের দায়িত্বরত অফিসার টিম লিডার মেসফাকুল আলম বলেন, রাত ১টা ৫০মিনিটে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বাড়ির মালিক ইউনুস ঘরামি বলেন, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা তিনি বলতে পারেন না এবং কাউকে সন্দেহ করেন না। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে যাওয়ায় আমি নিস্বঃ হয়ে গেলাম। তবে তার স্ত্রী ময়না বেগম বলেন, বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় চুলায় কোনো আগুন ছিল না ও বিদ্যুতের সকল লাইন বন্ধ ছিল। আগুন কিভাবে লেগেছে তারা বুঝতে পারছেন না। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, তিনি বিষয়টি জানেন না তবে খোঁজ-খবর নেওয়ার জন্য ঘটনা স্থলে পুলিশ পাঠাবেন বলে জানান। 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW