পাঁচবিবিতে ধান ক্রয় উদ্বোধন 

এফএনএস (মোঃ আবদুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) :  : | প্রকাশ: ১৬ মে, ২০২৩, ০২:৩৯ এএম

জয়পুরহাটের পাঁচবিবি চলতি বোরো মৌসুমে ধান-চাল সরকারি ভাবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রোববার বিকালে ধান ক্রয়ের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডভোকেট সামছুল আলম দুদু। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক মোঃ জিহাদ মন্ডল, স্থানীয় কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ রাব্বানী ইস্তি, মোসাইদ আল-আমিন সাদ, মিলার ও শিল্পপতি আবদুল হাকিম মন্ডল প্রমুখ। খাদ্যগুদাম কর্মকর্তা মিজানুর রহমান জানান, চলতি বছর প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি দরে ১৫ হাজার ৪২ মেট্রিকটন ধান এবং ৪৪ টাকা কেজিতে প্রায় ৯ হাজার মেট্রিকটন চাল ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে এ কর্মকর্তা জানান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW