মাধবপুরে জাল টাকার নোট সনাক্ত করন বিষয়ক কর্মশালা

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :  : | প্রকাশ: ১৮ মে, ২০২৩, ০৬:৫৮ এএম

হবিগঞ্জের মাধবপুরে আসন্ন ঈদুল আযহা ও ভবিষ্যৎ প্রজম্মকে জাল টাকার নোট সনাক্তকরন ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের আয়োজনে মাধবপুর উপজেলা মিলনায়তনে সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার ডিজিএম দুলন কান্তি চক্রবর্ত্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুর আহ্সান। সোনালী ব্যাংক মাধবপুর উপজেলা শাখার ব্যবস্থাপক গাজীউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাধবপুর-চুনারুঘাট সার্কেল নির্মলেন্দু চক্রবর্ত্তী।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল টাকার নোট সনাক্ত করার পদ্ধতি এবং ব্যাংক ও এটিএম বুথের টাকায় জাল নোট পেলে করনীয় সম্পর্কে দেখানো হয়। বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী ও স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW