দেশের শেয়ারবাজারে সোমবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক শূন্য দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ১৭৫টি কোম্পানির। ডিএসইতে মোট ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫২১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স শূন্য দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৬ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৮টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ৮৪টির। দিন শেষে সিএসইতে ২৪ কোটি ৬২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।