বিকল ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ১, আহত ৩

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) :  : | প্রকাশ: ২৩ মে, ২০২৩, ০১:০৫ এএম

নাটোরের বড়াইগ্রামে বিকল ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শিপন আহমেদ (৩৫) নামে একজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন আহমেদ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আজমপুর গ্রামের জিন্নাত খানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে আইড়মারি ব্রিজ এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-৫২০৪) বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী দ্রুতগতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩-৭১৯১) ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিপন আহমেদ নামে একজন নিহত ও মাইক্রোবাসের চালকসহ অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।


   

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW