কলমাকান্দায় চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :  : | প্রকাশ: ২৪ মে, ২০২৩, ০১:২৮ এএম

নেত্রকোনার কলমাকান্দায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে একজন নিহত হয়েছে। নিহত ইয়াছিন মিয়া (১৭) উপজেলার কৈলাটি ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। বুধবার (২৪ মে) ভোরের দিকে কলমাকান্দার নাজিরপুর-সিধলী সড়কের হরিপুর গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে পুকুরে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, জেলার পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুর থেকে বালু আনার উদ্দেশ্যে বাড়ী থেকে ভোরে লরি করে বের হন। হরিপুর নামক গ্রামের লুৎফুর রহমানের বাড়ির পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় লরি উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় ইয়াছিন মিয়া নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW