শরণখোলায় ভূমিসেবা সপ্তাহ পালিত

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৩, ০৪:২৮ এএম

বাগেরহাটের শরণখোলায় ভূমিসেবা সপ্তাহ উপলেক্ষে র‌্যালী ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী রায়েন্দা বাজার প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা সৈয়দ দিলদার হোসেন, নেয়ামত আলী প্রমুখ। সভায় ভূমি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়ে বলেন, এখন থেকে ভূমি সেবা পেতে গ্রহিতরা কোন প্রকার হয়রানির শিকার হবে না। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW