গজারিয়ায় কাভার্ড ভ্যান থেকেগাঁজা ও মদ উদ্ধার

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ২৫ মে, ২০২৩, ০২:০৪ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকার ম্যাগনাম স্টিল মিলের সামনে থেকে থেমে থাকা একটি কাভার্ড ভ্যান থেকে ৫২ কেজি গাঁজা ও ৩বোতল বিদেশী মদ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম. রাশেদুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত একটার দিকে ম্যাগনাম স্টিল মিলের সামনের রাস্তায় মহাসড়কে একটি কাভার্ড ভ্যান থেমে থাকতে দেখে সন্দেহ হয় হাইওয়ে পুলিশের। পুলিশ সদস্যরা কাভার্ড ভ্যানটির কাছাকাছি গেলে চালক এবং হেলপার পুলিশ দেশের দৌড়ে পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৫২ গাঁজা এবং ৩ বোতল বিদেশে মদ উদ্ধার করে পুলিশ। কাভার্ড ভ্যান, জব্দকৃত গাঁজা ও মদ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW